আজ আমরা খেলায় হেরে গেছি। চারিদিকে এমন বিমর্ষতা যেন এর চেয়ে বড় কিছু হারানোর নেই। অথচ খেলা মানেই একদল জিতবে অপর পক্ষ হারবে। খেলা মানেই হার না হয় জিত। শুধু এক ক্রিকেট নিয়ে অতিমাত্রায় আবেগ আসলে আমাদের সব কিছুই অসুস্থ করে ফেলছে। কিছুদিন আগেই আমাদেরই কতগুলি ভাইবোন নেপালে বিমান বিধ্বস্ত হয়ে চিরদিনের জন্য নিথর হয়ে গেল, আজ যেন তা সব বেমালুম ভুলে গেছি শুধু ক্রিকেটের উত্তাপে। রক্তে দাগ তো শুকানো দূরে থাকা, লাশ গুলোও এখন দেশে এসে পৌছাইনি অথচ আমরা...! এ যেন লাশের উপরেই উল্লাস। আমাদের ভাবা উচিত আমাদের কোটি প্রবাসি ভাই এই বিমানে করেই নিয়মিত যাতায়াত করে।যাদের আয়ে আমাদের দেশের অর্থনীতি সচল। দিন না গড়াতেই তাদের জীবন ঝুকিমুক্ত না করে শুধু ক্রিকেট নিয়ে সারাক্ষন মেতে থাকলে কি দেশ চলবে? আমারা জানি আমাদের জিততে হবে। আর সেই জিত টা হতে হবে দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাস -জংগীদের বিরুদ্ধে। আমাদের জিততে হবে দেশের টাকা লুটপাট করে বিদেশ বসে আরাম আয়াশ করছে তাদের বিরুদ্ধে। দেশে আইনশৃঙ্খলার দায়িত্বে থেকে যারা আইন হরন করেছে তাদের বিরুদ্ধে। আমাদের জিততে হবে দেশের শিক্ষা ব্যবস্থায় যারা ধস নামাচ্ছে তাদের বিরুদ্ধে। আমাদের জিততে হবে নিজেদের জন্য, নিজেদের ভবিষ্যতে প্রজন্মের জন্য, যাতে তারা বলতে না পারে আমাদের পূর্বপুরুষ এর কারনেই দেশের বেহাল দশা।
আমরা নিজেদের ধ্যান ধারনা চিন্তাধারায় যদি পরিবর্তন না আনি তবে জাতিগত মুক্তি অনেক দুরের পথ বলেই মনে হবে।হয়তো এখনই সেই সময়।
শুধু ক্রিকেটে জিতলেই কি আমরা সব পেয়ে গেলাম?
- আকাশ সিদ্দিকী এর ব্লগ
- 155 বার পঠিত
Comments
Post new comment