পাহাড়ে আমার ভাইয়েরা-বোনেরা,
আপনাদের উপর দুদিন পরপর নানা অত্যাচার হয় শুনি। দেখি বলতে পারলাম না, তা কেউ দেখায় না। কারণ কর্পোরেট মিডিয়া, সরকারের তাবেদার। সেখানে ঐ জলপাই বাহিনীর কি পরিণাম নজরদারি, তা কিছুটা হলেও দেখার সুযোগ হয়।
বন্ধুরা আমার। আপনাদের উপর, দেশের তাবৎ অসহায় জনগণের উপর অত্যাচার আজকাল সহজ, স্বাভাবিক। আমরা তা দেখি, খাই-দাই, ঘুরিফিরি। তবে জানবেন প্রিয় বন্ধুরা, কিছু মানুষ এখনও এদেশে আছে- যারা আপনাদের ব্যাথায় ব্যাথিত হই। নিস্ফল এক আক্রোশে গুমড়ে গুমড়ে কাঁদি। কাউকে দেখাই না! কারণ আজ দুর্বৃত্তে ছেয়ে গেছে দেশ মাতৃকা। আমরা পরিণত হয়েছি সংখ্যালঘুতে। অথচ আমিও আপনারা যাদেরকে বাঙালি বলেন, তাদের একজন। আমি একজন সংখ্যাগরিষ্ঠ। বড় লজ্জার সে পরিচয়। কোটি কোটি নরকের কীটের মত এদেশে বংশবিস্তার করে চলেছে বাঙালি মুসলমান। মানুষের মতই এদের অবয়ব, কিন্তু মানুষ তারা আর নেই। তারা হয় মুসলমান, নয়তো আওয়ামীলীগ। আর
বাংলাদেশের সেনাবাহিনী আমার মনে হয়, পাকি বীর্যযাত। সমস্ত মুক্তিযোদ্ধা সৈনিক, অফিসারদের তো মেরে সাফ করা হয়েছে। যা আছে, পাঞ্জাবি রক্তের পয়দা।
পাহাড়ে, সমতলের আদিবাসি বন্ধুরা আমার। এভুখন্ডে এখনও যদি কাউকে এতটুকু বিশ্বাস করি, সে আপনারাই। না, এটা কোন আবেগী কথা না। এটা আপনারা অর্জন করেছেন। আগে হলে বলতাম, আপনারা আবার অস্ত্র ধরেন। এদেশ থেকে হাজার হাজার মুসলমান যায় যুদ্ধ করতে। আপনাদের এ বাঁচার লড়াইয়ে আমরাও মার্শেনারি হবো। যুদ্ধ করবো অধিকার আদায়ের, আপনার স্বাধীনতার। কিন্তু বর্তমান বিশ্বে ভৌগলিক স্বাধীনতার আর কোন মানে হয় না!
পাহাড়ের সহযোদ্ধারা, আমার কাছে আপনাদের জন্য কোন রেডিমেড সমাধান নেই। তবে আপনারা সংগঠিত হোন। দলাদলি বন্ধ করেন। যোগ্যতর হয়ে উঠুন। নিজের সংস্কৃতির দিকে নজর দিন। মনে রাখবেন, ওগুলো খাটি। মরুভূমি থেকে আসেনি। মুসলমান বাঙালিদের বিশ্বাস করবেন না। ফুল নিয়ে আসলেও না।
প্রিয় পাহাড়ি মানুষেরা! আমি বড় লজ্জিত আজ। বড় দুঃখিত। আমি ক্ষমাপ্রার্থী। কিন্তু খবরদার ক্ষমা করবেন না। এদেশের তথাকথিত সংখ্যাগুরুরা শুধু সংখ্যার জোরে যা করছে, তার কোন ক্ষমা হয় না...
নিবেদক
একজন প্রাক্তন বাঙালি।
- জংশন এর ব্লগ
- নতুন কমেন্ট যুক্ত করুন
- 9675 বার পঠিত
Comments
লেখকের প্রতি অনেক অনেক ভালোবাসা।
অজল দেওয়ান
Post new comment